টাঙ্গাইলে চোরাই কাঠসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ চোরাই কাঠসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

শুক্রবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ট্রাক চালক জেলার বাসাইল উপজেলার পূর্বপাড়া এলাকার আবু বক্করের ছেলে মোরশেদ, হেলপার বগুড়া জেলার জয়নালের ছেলে ইউসুফ।

এছাড়া  ট্রাক মালিক বাসাইল উপজেলার সোনারচর গ্রামের ফজলের ছেলে আব্দুল মান্নান।

এ সময়  ২১৪.৬০ ঘনফুট কাঠসহ ট্রাকটি আটক করা হয়।

টাঙ্গাইল বন বিভাগের স্টেশন অফিসার সোলায়মান হোসেন বলেন, ভোরে মহাসড়ক দিয়ে কাঠ ভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো।

এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে রসুলপুর এলাকা থেকে আটক করা হয়।

তাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ট্রাক ও চোরাই কাঠ আটক করে বন বিভাগে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে স্টেশন অফিসার সোলায়মান হোসেনের বিরুদ্ধে চেকিংয়ের নামে যাতায়াতকারী কাঠ ভর্তি ট্রাক থেকে মাসিক ভিত্তিতে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

তবে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এবিষয়ে জানতে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হককে একাধিকবার মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি। সম্পাদনা – অলক কুমার