টাঙ্গাইলে আরো ১৯৩ করোনা পজিটিভ শনাক্ত, হার ৪৪.১৬%

স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে।

আক্রান্তের এই সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

রবিবার (২৮ জুন) টাঙ্গাইল থেকে ৪৩৭টি নমূনা পরীক্ষা করে ১৯৩টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৪.১৬%।

তবে এই সময়ে টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এপর্যন্ত টাঙ্গাইলে ৭৩৮৭ জন করোনা আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে সদরে ৩২১৯, নাগরপুরে ১৫৮, দেলদুয়ারে ৩৩২, সখিপুরে ৩৩৪, মির্জাপুর ৭৯১, বাসাইলে ১৯১, কালিহাতীতে ৭৫৮, ঘাটাইলে ৪৫২, মধুপুরে ৩৬০, ভূঞাপুরে ৩১৭, গোপালপুরে ২৪৪ এবং ধনবাড়ীতে ২৩১ জন আক্রান্ত হয়েছে।

২৮ জুন (সোমবার) টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ করে নাই।

এপর্যন্ত টাঙ্গাইলে এ পর্যন্ত ১০৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪২, নাগরপুরে ২, দেলদুয়ারে ৯, সখিপুরে ৪, মির্জাপুরে ১০, বাসাইলে ৫, কালিহাতীতে ১২, ঘাটাইলে ১২, মধুপুরে ৩, ভূঞাপুরে ৩, গোপালপুরে ৩ এবং ধনবাড়িতে ৩ জন।

অন্যদিকে টাঙ্গাইলে করোনা শনাক্ত রোগীর মধ্যে ৪৬৩৬ জন সুস্থ হয়েছেন।

এদের মধ্যে সদরে ১৬৫৭, নাগরপুরে ১৩৫, দেলদুয়ারে ১৭০, সখিপুরে ২৭২, মির্জাপুর ৭০৯, বাসাইলে ১১৭, কালিহাতীতে ৩৬৯, ঘাটাইলে ৩৪০, মধুপুরে ২৭৬, ভূঞাপুরে ২২৮, গোপালপুরে ১৮৩ এবং ধনবাড়ীতে ১৮০ জন সুস্থ হয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। সম্পাদনা – অলক কুমার