টাঙ্গাইলে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, একদিনে ৩২০ জন

স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে।

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৮৩৪ জনের নমুনা পরীক্ষায় ৩২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গতকাল বুধবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৭৭০৭ জন।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ১০৮ জন। আরোগ্য লাভ করেছেন ৪৬৬২ জন।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৭১ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৪৭৮ জন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৩৪টি নমূনা পরীক্ষা করে ৩২০টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এদের মধ্যে সদরে ১৯৪, নাগরপুরে ৪, দেলদুয়ারে ৯, সখীপুরে ২৫, মির্জাপুর ৩২, বাসাইলে ৪, কালিহাতীতে ১২, ঘাটাইলে ১৫, মধুপুরে ৯, ভূঞাপুরে ৪, গোপালপুরে ১০ এবং ধনবাড়ীতে ২ জন শনাক্ত হয়েছে।

এপর্যন্ত টাঙ্গাইলে ৭৭০৭ জন করোনা আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে সদরে ৩৪১৩, নাগরপুরে ১৬২, দেলদুয়ারে ৩৪১, সখীপুরে ৩৫৯, মির্জাপুর ৮২৩, বাসাইলে ১৯৫, কালিহাতীতে ৭৭০, ঘাটাইলে ৪৬৭, মধুপুরে ৩৬৯, ভূঞাপুরে ৩২১, গোপালপুরে ২৫৪ এবং ধনবাড়ীতে ২৩৩ জন আক্রান্ত হয়েছে।

এপর্যন্ত টাঙ্গাইলে এ পর্যন্ত ১০৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪২, নাগরপুরে ২, দেলদুয়ারে ৯, সখীপুরে ৪, মির্জাপুরে ১০, বাসাইলে ৫, কালিহাতীতে ১২, ঘাটাইলে ১২, মধুপুরে ৩, ভূঞাপুরে ৩, গোপালপুরে ৩ এবং ধনবাড়িতে ৩ জন।

অন্যদিকে টাঙ্গাইলে করোনা শনাক্ত রোগীর মধ্যে ৪৬৬২ জন সুস্থ হয়েছেন।

এদের মধ্যে সদরে ১৬৫৭, নাগরপুরে ১৩৫, দেলদুয়ারে ১৭০, সখীপুরে ২৭২, মির্জাপুর ৭১৭, বাসাইলে ১১৭, কালিহাতীতে ৩৮৪, ঘাটাইলে ৩৪০, মধুপুরে ২৭৬, ভূঞাপুরে ২২৮, গোপালপুরে ১৮৩ এবং ধনবাড়ীতে ১৮৩ জন সুস্থ হয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। সম্পাদনা – অলক কুমার