নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলায় কমছেই না ডেঙ্গুর সংক্রমন। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
শহর থেকে গ্রাম সবর্ত্রই ছড়িয়ে পরছে এডিস মশা। একদিনে নতুন করে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন ২৭ জন।
মঙ্গলবার (২৫ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮ জন, নাগরপুর উপজেলায় ২ জন, মির্জাপুর উপজেলায় ৫জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ১জন রয়েছেন।
তিনি আরও জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২০৫ জন। সুস্থ হয়েছেন ১৫৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।
আরও পড়ুন- যে দেশে কোন মশা নেই!
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন দপ্তর থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সবারই মশার কামড় থেকে রক্ষা পেতে অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে। আর ডেঙ্গু মশার লার্ভা যেন কোথাও না থাকে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
বাড়ির আশে পাশে কোথাও যেন পানি জমাটবদ্ধ অবস্থায় না থাকে সেইদিকে সকলের খেয়াল রাখতে হবে।
শরীরে জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা গেলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।