নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে একটি পৌরসভা ও দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এরমধ্যে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা ও ঘাটাইল উপজেলার সাগরদীঘি ও নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়।
আরো পড়ুন – সরকারি রাস্তার উপর ঘর নির্মাণের অভিযোগ
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে তিন জন, নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন ও তিন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের ১০৪টি কক্ষে ভোটগ্রহণ চলছে।
৩৩ হাজার ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এছাড়াও সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে ১৯ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভাড়রা উপনির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের ৬৮টি কক্ষে ভোট গ্রহণ চলছে।
এ ইউনিয়নে ২৩ হাজার ৯৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আরো পড়ুন – সরকারি কর্মচারিরা নিজেদের মনীব ভাবে – বঙ্গবীর কাদের সিদ্দিকী
জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, এখন দুপুর পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
নির্বাচন সুষ্ঠু করতে ইউনিয়ন ও পৌরসভায় পর্যাপ্ত সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সম্পাদনা – অলক কুমার