সরকারি কর্মচারিরা নিজেদের মনীব ভাবে – বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী

বাসাইল প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, আজকে বাংলাদেশে কেউ নিরাপদ না, কারোও সম্মান নাই।

যারা যখন ক্ষমতায় তারা তখন ভাবে আমিই দেশের মালিক, আর বাকী সব চাকর-বাকর।

সরকারি কর্মচারিরা নিজেরা ভাবে তারা যেনো মনীব, সাধারণ মানুষ যেনো চাকর; অথচ সকল সরকারি কর্মচারি সাধারণ মানুষের চাকর, এটা তারা বুঝতে চাই না।

আরো পড়ুন – আপনার শিক্ষার টাকা এসেছে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের কাছ থেকে

সোমবার (০৬ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা মাঠে কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বাসাইলের মানুষদের বলছি আপনারা দয়া করে আমার গামছাকে ধরেন; আপনাদের সম্মান হবে, মর্যাদা হবে, নিরাপত্তা হবে।

তিনি বলেন, আমার এই গামছা ধরলে কারোও কোনো ক্ষতি হবে না।

লাঙ্গল ধরলে লাঙ্গল দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না, নৌকা দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না।

ধানের শীষ নিয়ে যদি গা পরিষ্কার করেন তাহলে তো শেষ, ডাক্তার খানায় যেতে হবে।

আমার এই গামছা দিয়ে যা খুশি তাই করা যাবে।

সভায়  সভাপতিত্ব করেন কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হামিদ খান মানু।

আরো পড়ুন – করটিয়া হাটের ইজারা মূল্য এক লাফে দ্বিগুণ, রাজস্ব বৃদ্ধি

এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান সহ প্রমুখ। সম্পাদনা – অলক কুমার