টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের নের্তৃত্বে শহরের পার্ক বাজার ও বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিদপ্তর।
মঙ্গলবার সকাল থেকে দুপুট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল।এসময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল বলেন,কাঁচা বাজারে সবজি ও কাঁচা মালামালের দাম সহনীয় রাখার জন্য শহরের সব থেকে বড় কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পার্ক বাজারে ১ টি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা,দুইটি ডিমের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এরপর শহরের বেশ কিছু ক্লিনিকের বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাবালিয়া এলাকায় অবস্থিত আদর্শ ক্লিনিককে ১০ হাজার টাকা ও ল্যাবজোন হাসপাতাল এন্ড হরমোন সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রশিদ ও টাঙ্গাইল ক্যাম্পের সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সদস্যরা।