নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার নগরজালফৈ বাইপাসে রোববার (৩১ মার্চ) সকালে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেছে।
আরো পড়ুন – বিব্রতকর পরিস্থিতিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতারা
নিহতরা হচ্ছেন- বরগুনা জেলা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে প্রাইভেটকার চালক মো. ইলিয়াস হোসেন (৩৫) এবং সিরাজগঞ্জ সদরের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।
এ দুর্ঘটনায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) ও একই জেলার সদর উপজেলার আইএইচ সিরাজী রোডের মৃত মতিয়ার রহমানের ছেলে একেএম মাহফুজুর রহমান আলাল (৫৫) আহত হয়েছেন।
তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, রোববার সকাল ৮টার দিকে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
প্রাইভেটকারটি টাঙ্গাইল সদর উপজেলার নগরজালফৈ বাইপাস এলাকায় পৌঁছলে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারের সামনের অংশ চুর্ণবিচুর্ণ হয়ে যায়।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইলিয়াস হোসেন নিহত হন।
আরো পড়ুন – সাংবাদিকদের মধ্যস্থতায় নিষিদ্ধ পলিথিনের জব্দকৃত ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ
আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম নামে আরও একজনের মৃত্যু হয়।
বাকি দুই জন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।