ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির একশ’ বস্তা চাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার ধুবলিয়া থেকে এই চাল ভর্তি ট্রাকটি আটক করে ভূঞাপুর উপজেলা প্রশাসন।
ট্রাকটি (নরসিংদী-ন ১১-০১৪৯) কালিহাতি উপজেলার নারান্দিয়া যাওয়ার পথে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বাহাদিপুর এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, ভূঞাপুরের কুঠিবয়ড়া এলাকার বাবু (বাবলু) নামের চাল ব্যবসায়ী ও তার সহযোগী মোস্তফা দীর্ঘদিন ধরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ ও বিক্রি করে থাকেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ধুবলিয়া এলাকায় তার গুদাম থেকে এই একশ’ বস্তা চাল ট্রাক ভর্তি করে বিক্রির জন্য কালিহাতি যাওয়ার পথে ট্রাকটিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযানে নেতৃত্ব দেয় ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।
এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির একশ’ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করি।
জব্দকৃত চালসহ ট্রাক ও ট্রাকের ডাইভার থানা পুলিশ হেফাজতে রয়েছে।
গাড়ীর ডাইভার জব্দকৃত চালের চালান বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি বলেও জানান তিনি। সম্পাদনা – অলক কুমার