টাঙ্গাইলের গোপালপুরে মশার কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দরিদ্র এক কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ মে) দিনগত রাতে উপজেলার আলমনগর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর (৫১) পেশায় দিনমজুর। তিনি জানান, রাতে প্রতিদিনের মতো মশা তাড়াতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে গোয়ালঘরের পাশাপাশি পার্শ্ববর্তী ঘরে আগুন ছড়িয়ে পড়ায় আসবাবপত্রসহ অন্যান্য মালামালও পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, এতে প্রায় ৭ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
আব্দুল গফুর জানান, আগুনে পুড়ে মারা যাওয়া তিনটি গরু ছিল তার সংসারের শেষ সম্বল। দেনা মাথায় নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন, আর কোরবানির ঈদে গরু বিক্রি করে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করছিলেন। কিন্তু আগুনে সব কিছু পুড়ে যাওয়ায় এখন তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
তিনি স্থানীয় প্রশাসন ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করেছেন যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।