টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি তার বক্তব্যে ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বলেন, “এদিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল–এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এছাড়া, টাঙ্গাইল জেলার সকল উপজেলায় স্থানীয় বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।










