“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিষ্ট্রিক লেকের সামনে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ডিষ্ট্রিক লেকে দেশি মাছের পোনা অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক এবং সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার মো. কামরুজ্জামান হোসাইন। আলোচনা শেষে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় মৎস্য সপ্তাহের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে জনগণকে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।