জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুব সংগঠন জাতীয় যুবশক্তি’র টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার (৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় পরিচালকের দায়িত্বে ছিলেন নবগঠিত কমিটির সদস্য সচিব ফারদিন আহমেদ, এবং সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক মীর সায়মন ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক মজনু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মোদ্দাসের হোসেন মুহিত, ছাত্রশক্তির মুনসুর হেলাল, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ইমরান হোসেন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সায়েদ ইমতিয়াজ জাবেদ, জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী এডভোকেট কামরুজ্জামান শাওন এবং প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল।
অনুষ্ঠানে জেলা এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবগঠিত যুবশক্তি কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়, যা কমিটির প্রতি জেলা নেতৃত্বের সমর্থন ও উদ্দীপনা প্রকাশ করে।
			
    	
		    
                                
                                





							



