অলক কুমার : দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টাঙ্গাইলে একরাতে ০৫টি অগ্নিকাণ্ড ও ০১টি সড়ক দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাতে এই দুর্ঘটনাগুলো ঘটেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাগুলোর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩টি অগ্নিকাণ্ড, গোপালপুর উপজেলায় ১টি অগ্নিকাণ্ড ও মির্জাপুর উপজেলায় ১টি অগ্নিকাণ্ড এবং সড়ক দুর্ঘটনাটি ঘটে।
টাংগাইল সদর – রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সাকরাইল নামক স্থানে মিনহাজ আলী এর বসত ঘরে বজ্রপাতের কারণে একটি অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
সংবাদ পেয়ে টাংগাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে; এই ঘটনায় একটি টিন সেড ঘর ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
এরপর রাত ১১টার দিকে হাজরাঘাট এলাকায় গ্যাস রাইজার লিক হয়ে একটি আগুনের সূএপাত হয়। সংবাদ পেয়ে টাংগাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
এই ঘটনায় মো. শফিকুল ইসলাম (৩০) এক ব্যক্তি আহত হলে তাকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালে পাঠানো হয়।
এরপর রাত পৌনে ১টার সময় ছয়আনি বাজার তুলাপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এই ঘটনায় সোনালী বেডিং স্টোরে প্রায় এক লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। তবে আগুনে কেউ হাতহত হয়নি।
গোপালপুর – ভোর পৌনে ৫টার দিকে উপজেলার মৌয়াল নয়াপাড়ায় একটি বাড়িতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিন্তু গাড়ী চলাচলের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।
মির্জাপুর – এদিন দিবাগত রাতে মির্জাপুরে ১টি অগ্নিকাণ্ড ও ১টি সড়ক দুর্ঘটনা ঘটে।
রাত পৌনে ২টার দিকে মির্জাপুর পৌর এলাকার সাহা পাড়ায় একটি মুদি দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে।
এই ঘটনায় আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটিয়াপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়।
মির্জাপুর ফায়ার সার্ভিস দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করায় কোন হতাহত হয়নি।