টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুটবল টুর্ণামেন্ট

ক্রিড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্দ্ধ-১৭) টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গালা ইউনিয়ন টাইব্রেকারে ৩-২ গোলে দাইন্যা ইউনিয়নকে হারিয়ে শুভ সূচনা করেছে।

শনিবার (২১ মে) বিকালে আলিশাকান্দা সরকারি প্রাথমিক মাঠে ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১২টি ইউনিয়ন পরিষদের ফুটবল (অনুর্দ্ধ-১৭) দল নিয়ে নকআউট ভিত্তিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুর্ণামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রানুয়ারা খাতুন; ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন; ২নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম; বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান; সদর ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদসহ দাইন্যা গালা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় ২নং গালা ও দাইন্যা ইউনিয়নের ফুটবলারগন চমৎকার খেলেও কাঙ্খিত গোল বের করতে না পারলে খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে ২ নং গালা ইউনিয়ন সাডেন ডেথ এ ৩-২ গোলে দাইন্যা ইউনিয়ন পরাজিত করে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

অংশগ্রহনকারী দাইন্যা, ঘারিন্দা, গালা, করটিয়া, মগড়া, পোড়াবাড়ি, মাহমুদনগর ও হুগড়া খেলছে প্রথম রাউন্ডের নকআউট পর্বে এবং কোয়ার্টার রাইন্ডে সরাসরি খেলবে বাঘিল, ছিলিমপুর, কাতুলী ও কাকুয়া ইউনিয়ন।

আগামী ২৬ মে টাঙ্গাইল স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পরবর্তী খেলা ২২ মে রোববার। খেলাগুলো হলো- ঘারিন্দা ইউনিয়ন বনাম করটিয়া ইউনিয়ন (সকাল ১০টা টাঙ্গাইল স্টেডিয়াম); মগড়া ইউনিয়ন বনাম পোড়াবাড়ি ইউনিয়ন (দুপুর ২টা টাঙ্গাইল স্টেডিয়াম) এবং তৃতীয় খেলা মাহমুদনগর ইউনিয়ন বনাম হুগড়া ইউনিয়ন। সম্পাদনা – অলক কুমার