নারায়ণগঞ্জের দুই ছিনতাইকারী টাঙ্গাইলে আটক

দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বাবুল (২৮) ও ছোটন (১৮) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুই ছিনতাইকারী আটকে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃতরা হচ্ছেন- নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের রনির ছেলে বাবুল ও একই এলাকার আলী হোসেনের ছেলে ছোটন।

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে মেসার্স আব্দুর রহমান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরো পড়ুন – ভোগান্তি শেষ হইয়াও হইলো না শেষ; সাড়ে তিন কোটি টাকাই জলে

এসময় তাদের কাছ থেকে দুইটি অত্যাধুনিক ছুরি, দুইটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে পরস্পর যোগসাজসে ছিনতাই করার কথা স্বীকার করেছে।

এসময় তিনি আরো জানান, আটককৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের ৩৯৩/৩৯৮ (পেনাল কোড) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার