নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মিরাজ বিড়ি ফ্যাক্টরিতে নকল বিড়ি তৈরি ও বাজারজাতকরণ এবং নকল-পুরাতন ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগে কারখানার মালিক গ্রপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বিড়ি ফ্যাক্টরির মালিক হলো, মীর মিরাজ হোসেন (৩৫)। সে উপজেলার বানিয়াফৈর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।
টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস সহকারী রাজস্ব কর্মকর্তা আহমেদ সোলায়মানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকালে মিরাজকে গ্রেপ্তার করে বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
এই বিষয়ে টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা জোবায়দা খানম সাংবাদিকদের কোন তথ্য দিতে অপারগতা জানান।
তিনি বলেন, আমি কোন তথ্য দিতে পারব না। আপনি আমাদের ঢাকা অফিস থেকে তথ্য সংগ্রহ করেন।
ঢাকা অফিস সূত্র জানায়, মিরাজ বিড়ি ফ্যাক্টরীর মালিক মিরাজ ও তার বাবা মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পুরাতন, নকল ও ব্যান্ডরোলবিহীন বিড়ি বাজারজাত করে আসছিল।
এমন সংবাদের প্রেক্ষিতে রোববার বিকেলে মিরাজ বিড়ি ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যান্ডরোলবিহীন ৩৬ হাজার ৫’শ, পুরাতন ব্যান্ডরোল ১ লাখ ৩ হাজার ৫’শ এবং ব্যবহার অযোগ্য (পুরাতন) ব্যান্ডরোল ৮০ হাজার সহ মোট ২ লাখ ২০ হাজার বিড়ি জব্দ করা হয়।
এই ঘটনা নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
পরে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস সহকারী রাজস্ব কর্মকর্তারা ফ্যাক্টরির মালিক মীর মিরাজকে গ্রেপ্তার করে।
পরে কালিহাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর এ(বি) ধারায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিহাতী থানার এসআই রূপন কুমার সরকার জানান, জব্দকৃত সকল আলামত ও আসামি থানায় প্রেরণ পাঠানো হয়েছে।
এবিষয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ- ০৮/০৯/২০। বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে।