টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার হয়েছে। এসময় বীথির সাথে তার দুই বোন ছিল।
শুক্রবার রাতে ভিক্টোরিয়া ফুডজোনের সামনে সমন্বয়ক বীথিসহ তার সাথে থাকা মেয়েদের সাথে ইভটিজিং করে চারজন ইভটিজার। এসময় ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাদের সাথে খারাপ আচরণ করে।
ইভটিজারদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলের উপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সাথে তর্কাতর্কি করছে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়।
ফাতেমা রহমান বীথি জানায়, টাঙ্গাইল প্রেসক্লাবের থেকে ওই ইভটিজাররা অনুসরন করতেছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর তারা ইভটিজিং করে। এসময় তারা বিভিন্ন মন্তব্য করেছে। পরে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইভটিজারদের শাস্তি দাবি করেছেন সমন্বয়ক ফাতেমা রহমান বীথি।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাটি জানা নেই। এবিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।