টাঙ্গাইলে পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

প্রয়াত পঙ্কজ ভট্টাচার্য এঁর স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ষাটের দশকের শীর্ষস্থানীয় ছাত্রনেতা, ত্যাগী রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রয়াণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রগতিশীল নাগরিক জোটের আয়োজনে শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন- প্রগতিশীল নাগরিক জোটের সভাপতি অধ্যাপক চন্দন কুমার চন্দ।

সভায় প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন- বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুল সাত্তার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লা তারেক, সভাপতি মন্ডলীর সদস্য নাসিরুল ইসলাম চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদল, ন্যাপ সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ,  কমরেড নজরুল ইসলাম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী, সিপিবি টাঙ্গাইল জেলা শাখায় সাবেক সভাপতি অধ্যাপক নাজির হোসেন, প্রগতিশীল নাগরিক জোটের উপদেষ্টা নুরুজ্জামান কাশেম প্রমুখ।

সভায় শোককে শক্তিতে পরিনত করে আগামীদিনে প্রগতিশীল সংগঠন গুলোর বৃহত্তর ঐক্য গঠনের মাধ্যমে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, অধ্যাপক মোজাফফর আহমেদ, পঙ্কজ ভট্টাচার্য সহ বরেণ্য নেতৃবৃন্দদের অনুসরণে শোষিত-বঞ্চিত মানুষের আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়

অনুষ্ঠানটি সঞ্চালন করেন- প্রগতিশীল নাগরিক জোটের সাধারণ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অনল। সম্পাদনা – অলক কুমার