টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রখ্যাত সাবেক শিক্ষক পৃথিশ চরন মুন্সী (সবার প্রিয় পন্ডিত স্যার) আর নেই। বুধবার (১৬ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটের দিকে শহরের বাজিতপুর বসাকপাড়া এলাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পৃথিশ চরন মুন্সী এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ২টার দিকে টাঙ্গাইলের গাড়াইল শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
গণিত বিষয়ের শিক্ষক পন্ডিত স্যার ২০০০ সালে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ডের বাজিতপুর সংলগ্ন বসাকপাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। পৃথিশ চরন মুন্সীর বাবা ছিলেন ক্ষিতিম চন্দ্র মুন্সী ও মা চারুবালা। তাঁর একমাত্র ছেলে বিনয় চন্দ্র মুন্সী পূজাপার্বণ আয়োজনে ব্রাহ্মণ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।