টাঙ্গাইলে স্বামী বিবেকানন্দের জীবন ও ভাবাদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে শ্রীরামকৃষ্ণ মঠ ও আশ্রমে ‘বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ’ জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ এবং মঠের জেলা সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সভায় সভাপতিত্ব করেন ভবেশ মুকুট পাল। আলোচনায় অংশ নেন শ্রীরামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী অম্বেশানন্দজী মহারাজ, আশুতোষ রায়, ডা. শম্ভু নাথ চক্রবর্তীসহ জেলা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দাস, সুমনা সাহা, লিপি রানী দাস, উদয় শংকর ঘোষ, বিপুল কান্তি ঘোষ ও বিশ্বজিৎ সৎ ভাদুড়ী।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।