টাঙ্গাইল শহরের স্টেডিয়াম পাড়ায় জমজমাট আয়োজনে শুরু হচ্ছে মর্নিং ফুটবল টুর্নামেন্ট। জেলার সাবেক জাতীয় দল, জেলা দল, লীগ ফুটবলার এবং সকালের ক্রীড়াপ্রেমী সৌখিন খেলোয়াড়দের সমন্বয়ে এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। আগামী শনিবার (১৬ আগস্ট) টাঙ্গাইল স্টেডিয়ামে মিনিবারে টুর্নামেন্টের উদ্বোধন হবে বলে আয়োজক ঈদগাঁহ মাঠ ফুটবল এসোসিয়েশন জানিয়েছে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সকালে।
এই বিশেষ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নাম রাখা হয়েছে বাংলাদেশের বিখ্যাত নদীর নামে — পদ্মা, মেঘনা, লৌহজং, সুরমা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী ও ধলেশ্বরী। প্রতিটি দলই সমশক্তির খেলোয়াড় নিয়ে গঠিত, যেখানে রয়েছেন সাবেক জাতীয় ও জেলা দলের তারকা ফুটবলার থেকে শুরু করে স্থানীয় শীর্ষ সৌখিন খেলোয়াড়রা।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, এডিসি রেভিনিউ শফিকুল ইসলাম, এডিএম মাহবুব হাসান নয়ন, সদরের এসিল্যান্ড মকবুল হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের সাবেক ফুটবলার গোবিন্দ চন্দ্র, প্রিমিয়ার লীগের সাবেক তারকা শিমুল খান, বজলুর রহমান, জাহিদ তারেক খান জুয়েল, আহসানউল্লাহ খান সোহেল, সাংবাদিক ইফতেখারুল অনুপম, ক্রীড়ামোদী ডক্টর পিনাকী দে, ডাক্তার নজরুল ইসলামসহ আরও অনেকে।
নদীর নামে গঠিত প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা ইতোমধ্যেই প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, মর্নিং ফুটবল টুর্নামেন্ট টাঙ্গাইলের ফুটবল সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।