টাঙ্গাইলে মসজিদের জমি দখল ও গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর উপজেলার বীরপুশিয়া পশ্চিমপাড়া জাবালে নূরে জামে মসজিদের জমি দখল ও গাছ কাটার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি ইসমাইল হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জনি মিয়া, স্থানীয় মামুনুর রহমান ও মজনু মিয়া।
এ সময় বক্তারা বলেন, গত সোমবার সকালে স্থানীয় সন্ত্রাসী রেজা মিয়া মসজিদের জমি দখলের চেষ্টা করেন। এসময় তিনি মসজিদের গাছ কাটেন এবং সাইনবোর্ড ভাঙচুর করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি।
তারা আরো বলেন, মসজিদটি স্থানীয় লোকজনের টাকায় করা হয়েছে। অনেক দরিদ্র লোক মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করেছেন।