মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে ছিনতাই ও চুরির দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মির্জাপুর থানার বিক্রয় প্রতিনিধির নিকট থেকে ছুরিকাঘাত করে নগদ অর্থ ছিনতাই মামলার সক্রিয় আসামি রনি (২৩) এবং টাঙ্গাইল সদর থানার চুরি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক রাজন (৩০) বুধবার বিকেলে ও রাতে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল সদর উপজেলার বাহির শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২০) মির্জাপুর উপজেলার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিস্ট্রিবিউটার অগ্রণী ট্রেডিং কোম্পানি লিঃ-এ বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। গত ১৯ জুলাই সকালে সিগারেট বিক্রয়ের জন্য মোটরসাইকেল যোগে বের হওয়া আবু রায়হান সন্ধ্যা ৭টার দিকে মির্জাপুর উপজেলার বড়দাম প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তায় ছুরিকাঘাতের মাধ্যমে নগদ টাকা ছিনতাইয়ের শিকার হন। এর পর ২০ জুলাই তিনি মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই মামলার প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল বুধবার বিকাল সাড়ে চারটায় মির্জাপুর উপজেলার মুচিরচালা তরফপুর এলাকায় অভিযান পরিচালনা করে **রনি (২৩)**কে গ্রেফতার করে। অপর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে **রাজন (৩০)**কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











