টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান আহতদের সাথে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রগহণ করেন।
এ সময় উপস্থিত জুলাই অভ্যুত্থানে আহত উপস্থিত ৩৬ জনকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়। অসুস্থ ৯ জনকে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বাড়িতে পৌছে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সার্বক্ষণিকভাবে পাশে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪২১৫ জন ছাত্র-জনতা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। এর মধ্যে ঘাটাইল সিএমএইচে ১৫ জন এবং সিএমএইচ মোমেনশাহীতে ৯ জন চিকিৎসা সহায়তা পেয়েছেন।
এসময় সেনানিবাসের অনন্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।