তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে ২১ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এবং টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে সদর উপজেলার ২১ জন সাঁতারু অংশ নেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম ও সাঁতার প্রশিক্ষক আনিসুর রহমান আলো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, যা তারুণ্যের বিকাশ ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
			
    	
		    
                                
                                





							



