টাঙ্গাইল শহরের এক বাসিন্দা জালাল উদ্দিন চাকলাদার সম্প্রতি মোবাইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশি নম্বর থেকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর (টুকু) নাম ভাঙিয়ে টাকা দাবি করার চেষ্টা করার অভিযোগ করে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী অভিযোগ করেন, ফোনে চাঁদা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর বিষয় ছড়িয়ে দেওয়া, মব তৈরির মাধ্যমে হামলা এবং সাংবাদিক সম্মেলন করে হেনস্তার হুমকি দেওয়া হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হোয়াটসঅ্যাপে যে নম্বরটি থেকে টাকা দাবি করা হয়েছে তা যাচাই করা হচ্ছে এবং অভিযোগকারীর লিখিত আবেদনপত্রের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী জালাল উদ্দিন জানান, ঘটনার পর টুকুকে বিষয়টি অবহিত করলে তিনি আইনের আশ্রয় নিতে বলেছেন। ওই ব্যক্তি দাবি করেছেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমি সবসময় চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনকে চাপে রাখার আহ্বান জানাই। মনে হচ্ছে এটিই আমার সুনাম ও জনগণের আস্থা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাজানো একটি ষড়যন্ত্র।” তিনি ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।
টাঙ্গাইল সদর থানা অভিযোগটি তদন্ত করছে; তদন্ত শেষ হলে থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আরও তথ্য জানানো হবে।