টাঙ্গাইলে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৩

খবরবাংলা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)।

সোমবার উপজেলার কস্তুরিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতীর ইব্রাহীম (৩২), ময়মনসিংহের ফুলবাড়ির এসহাক আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩৯) ও আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার খবরবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার কস্তুরিপাড়া এলাকায় চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় ১৭৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। সম্পাদনা – অলক কুমার