টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে এ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোকনোজ্জামান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অভিভাবকরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নানা পরামর্শ তুলে ধরেন।











