টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (PTC) ৫৬তম টিআরসি ব্যাচের ট্রেইনি রিক্রুট (কনস্টেবল) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন করেন এবং পরে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কনস্টেবলদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় এ কে এম আওলাদ হোসেন নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।” তিনি নবীন পুলিশ সদস্যদের সফল কর্মজীবন ও সার্বিক কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, ৫৬তম টিআরসি ব্যাচে মোট ৬২৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।











