টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল বাতেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরো পড়ুন – টাঙ্গাইল জাতির জনকের বিকৃত ভাস্কর্যটি অপসারণ; প্রতিস্থাপিত হয়নি নয় মাসেও

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় বলেন, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল জেলায় জেলায় বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।

সেই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ছাত্রদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হবিবুর রহমান প্লাজার সামনে বিক্ষোভ পথসভা শুরু করে।

সদস্য সচিব আব্দুল বাতেনের বক্তব্য চলাকালে পুলিশ আকস্মিক লাঠি চার্জ শুরু করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় বাতেনকে আটক করা হয়। লাঠিচার্জে সদর উপজেলা ছাত্রদলের কর্মী সাজ্জাদ হোসেনসহ ৫/৬ জন আহত হয়েছে বলেও জানান দুর্জয় হোড়।

আরো পড়ুন – হাজতখানায় রশি এলো কোথা থেকে?

এ বিষয়ে টাঙ্গাইল আদালত পরিদর্শক তানবীর আহমেদ জানানা, আটককৃত ছাত্রদল নেতা আব্দুল বাতেনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পুলিশ আদালতে পাঠায়।

অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার আদালতে হাজির করা হলে তিনি বাতেনকে কারাগারে পাঠানো আদেশ দেন। সম্পাদনা – অলক কুমার