নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে অবস্থান ধর্মঘট করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের রেজিস্ট্রিপাড়ায় সিলমি কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
পরে তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের টাঙ্গাইলের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
আরো পড়ুন – প্রাণের ভয়ে কথাও বলতে সাহস পায়না তিন ফসলী জমি হারানো কৃষক
স্মারক লিপি প্রদান শেষে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, দেশটা চোরে ভরে গেছে আমরা শহরে দুই চার ঘন্টা বিদ্যুত পেলেও গ্রামে তাও পাচ্ছে না।
আগামী তিন দিনের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা না করা হলে জেলার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না।
আর জোর করে নির্বাচন দেয়ার চেষ্টা করলে আমরা যে কোন কিছুর বিনিময়ে তা প্রতিহত করবো।
অবস্থান ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, আবুল কাশেম, আতাউর রহমান জিন্নাহ, শ্রমিকদল নেতা একেএম মনিুরুল হক, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।
আরো পড়ুন – জেলা প্রশাসককে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখিনি – কাজী অলিদ
এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার