নিজস্ব প্রতিবেদক : আড়াই মাস পর জামিনে মুক্তি লাভ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৯ নভেম্বর নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে শহরের বেপারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে টাঙ্গাইল থানা পুলিশ।
পুলিশ জানায়, ২৮ অক্টোবর দুপুরে হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় মিছিল বের হয়।
পরের দিন মিছিল থেকে নাশকতার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুবল চন্দ্র পাল বাদী হয়ে মামলা করেন।
মামলায় ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়। গত ২৯ অক্টোবরের নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিলো।