শতাব্দী প্রাচীন ও প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও টাঙ্গাইল পৌরসভার সড়কগুলোর অবস্থা বর্তমানে বেহাল। শহরের গুরুত্বপূর্ণ অনেক সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা নাগরিকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের বটতলা-কলেজপাড়া-বেবিস্ট্যান্ড সড়ক, ক্লাব রোড, মালঞ্চ সিনেমা হল-সাহাপাড়া-বাজিতপুর সড়ক, স্টেডিয়াম ব্রিজ-মেসের মার্কেট সড়ক এবং দিঘুলিয়া নিজাম উদ্দিন সড়ক—সবগুলোরই অবস্থা নাজুক। খানাখন্দে ভরা এসব রাস্তায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাগুলোর বেহাল দশার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থারও কোনো উন্নয়ন হয়নি। ফলে জমে থাকা নোংরা পানি আশপাশের বাড়িঘরে ঢুকে ডায়রিয়া, সর্দি-জ্বরসহ নানা পানিবাহিত রোগের বিস্তার ঘটাচ্ছে।
টাঙ্গাইল কোর্টের আইনজীবী জসীমউদ্দীন বলেন, “আদালত প্রাঙ্গণের রাস্তায় লোহার রড বের হয়ে গেছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত রাস্তাটি সংস্কার ও ড্রেন নির্মাণের দাবি জানাই।”
টাঙ্গাইল ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু বলেন, “পৌর শহরের অধিকাংশ রাস্তা এখন চলাচলের অযোগ্য। ড্রেনেজ ব্যবস্থাও দুর্বল। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল জানান, “ধুলেরচর মাদ্রাসা মোড় পর্যন্ত সড়কটি গণপূর্ত বিভাগের আওতাধীন। বাজেট সংকটের কারণে টাঙ্গাইল পৌরসভাকে রাস্তাটি মেরামতের অনুরোধ করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।”
এ বিষয়ে পৌর প্রশাসক শিহাব রায়হান বলেন, “রাস্তাগুলোর অবস্থা সম্পর্কে আমরা অবগত। পর্যায়ক্রমে সড়ক মেরামত ও ড্রেনেজ উন্নয়ন কাজ শুরু করা হবে।”











