টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হযরত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের স্টেডিয়াম ব্রিজ কাগমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত হযরত আলী গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্র ও সাধারণ মানুষের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি আরও জানান, চলতি বছরের ১৫ মার্চ মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-২৭। এছাড়া হযরত আলীর বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।