টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত মর্নিং ফুটবল মিনি টুর্নামেন্টের সেমিফাইনালে লৌহজংকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রক্ষ্মপুত্র ফুটবল দল। শনিবার (৩০ আগস্ট) সকালে ঈদগাঁহ মাঠ ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় টাইব্রেকারে (১-০) গোলে জয় পায় ব্রক্ষ্মপুত্র।
পুরো খেলায় আক্রমণ-প্রতি আক্রমণে দাপট দেখালেও নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয় দুই দল। ব্রক্ষ্মপুত্র দল একের পর এক আক্রমণ চালালেও লৌহজংয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক আশরাফ দৃঢ়ভাবে প্রতিহত করেন। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়।
টাইব্রেকারে প্রথম তিনটি শটেই ব্যর্থ হয় উভয় দল। পরে লৌহজং দল ধারাবাহিকভাবে গোল মিস করলে ব্রক্ষ্মপুত্র ফুটবলের ডিফেন্ডার লিটন তার শেষ শটে গোল করে দলকে (১-০) ব্যবধানে জয় এনে দেন।
ব্রক্ষ্মপুত্র ফুটবল দলের হয়ে খেলেছেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), ডাক্তার নজরুল ইসলাম, জাহিদ তারেক খান জুয়েল, বজলুর রহমান, গোবিন্দ চন্দ্র সরকার, সুব্রত ধর, মতিউর, মিশু, আলহাজ, সজিব, হালিম, ছানোয়ার ও লিটন।
অন্যদিকে লৌহজং ফুটবল দলের খেলোয়াড়রা হলেন—নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, মির্জা টিপু, সুলতান মাহমুদ, মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, আলিম আকন্দ, সুজিত কুমার, আশরাফ আলী, সঞ্জয় বসাক ও সজল।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবীন খান, সহকারী ছিলেন মমিরুল ইসলাম ও মোমিনুর রহমান।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আগামী সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন মুখোমুখি হবে মেঘনা ফুটবল দল বনাম যুমনা ফুটবল দল।