টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন চাইলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট জোবাইর-আল-মাহমুদ রিজভী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন প্রত্যাশার কথা জানান।
সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, যিনি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
রিজভী বলেন, “আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা তিনবার এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আমার নানা আব্দুস ছাত্তার সংসদ সদস্য ছিলেন। আমিও বিগত আন্দোলন-সংগ্রামে দলের সঙ্গে ছিলাম, জেল-নির্যাতন সহ্য করেছি।”
তিনি জানান, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানেও আইনজীবী হিসেবে দলীয় স্বার্থে ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের পাশে থেকে নির্বাচন করব।”
সংবাদ সম্মেলনে তার ভাই মশিউর রহমান রোজেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফ, মধুপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মৃদুল খন্দকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।