যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে একযোগে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্কনীতির প্রতিবাদে শনিবার (৫ মার্চ) বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, লন্ডন ও ওয়াশিংটনে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন।
ওয়াশিংটনের ন্যাশনাল মলে ২০ হাজারের বেশি মানুষ জড়ো হন বলে জানিয়েছে আয়োজকরা। বৃষ্টির মধ্যেও তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’, ‘মাস্ককে বিতাড়িত করুন’।
জার্মানির বার্লিনে টেসলা শোরুমের সামনে ও ফ্রাঙ্কফুর্টে ‘হ্যান্ডস অব’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভকারীরা ট্রাম্পের পদত্যাগ দাবি করেন। প্যারিস, লন্ডন ও লিসবনেও হয়েছে বিক্ষোভ। এসব বিক্ষোভে অংশ নেয় যুক্তরাষ্ট্রের প্রবাসী নাগরিক ও ডেমোক্র্যাট সমর্থকেরা।