আগামী ১১ এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সংস্কৃতি তুলে ধরা। স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে।
ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ঢাকার কনসার্টে গান পরিবেশন করবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। এছাড়া চট্টগ্রামে থাকবে মাইলস, খুলনায় তাহসান, আসিফ, ওয়ারফেইজ আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্হানীয় শিল্পীরা।