বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদ এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদল।
সোমবার (২১ জুলাই) দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুরাতন বাসট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক একে এম মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন ও শহর শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল হালিম প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।