টাঙ্গাইলে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত

তিন ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা

তিন ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল উপজেলার তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১৯ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল।

বুধবার (২২ ফেব্রুয়ারী) দিনব্যাপী টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নূরেন ও মো. আব্দুর রউফ নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ৩টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য ভাটা মালিকগণক নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল এর সহকারী পরিচালক তুহিন আলম, তাপস চন্দ্র পাল, জেলা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম।

তিনি জানান, চলতি মৌসুমে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় পরিবেশগত ছাড়পত্র বিহীন অবৈধ ৩৭টি ইটভাটা থেকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। সম্পাদনা – অলক কুমার