টাঙ্গাইলে ঘাটাইলে বনের ভেতর তিন শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় রাসেল নামের আরো এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। বিকেলে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফারজানা হাসনাত জবানবন্দি রেকর্ড করেন।
এ নিয়ে গ্রেফতার সংখ্যা দাঁড়ালো ৪ জনে। এর আগে গতকাল মঙ্গলবার তিনজনকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে তাদের মধ্যে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্যজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার ইউসুফের জবানবন্দী রেকর্ড করেন। একই সময়ে বিচারক আরিফ হোসেন আসামি বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।
এছাড়া একই দিন দুপুরে ধর্ষিতা তিন স্কুলছাত্রী ও তাদের অপর এক বান্ধবীর জবানবন্দী টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নওরীন মাহবুব ও ফারজানা হাসনাত রেকর্ড করেন।
সোমবার (২৭ জানুয়ারি) ধর্ষিত তিনজনের মধ্যে এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামীদের আটক করে পুলিশ আদালতে প্রেরণ করে।