ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করেছে। বুধবার (৩০ জুলাই) দুপুর ১টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
৬ বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতের বিভিন্ন এলাকায় ১৫ জন বাংলাদেশিকে আটক করেছিল বিএসএফ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, এই বাংলাদেশিরা ভারতের হরিয়ানা রাজ্যের নারনাউল কারাগারে বন্দি ছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।