শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এখন থেকেই ভালো চরিত্র গঠনের চর্চা শুরু করতে হবে।
আজ (মঙ্গলবার) কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশে গত ১৬ বছর ধরে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতসহ সবখানে দুর্নীতি একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে। অনেক মন্ত্রী-এমপি দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তারা যখন এখানে বসেছিলেন, তখন তাদেরও সঠিক শিক্ষা দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “তোমরা যারা এখানে আছো, তোমাদের অবশ্যই আগে সৎ মানুষ হতে হবে, এরপর যে কোনো চাকরি বা সুযোগ আসুক না কেন। দুর্নীতি-মুক্ত হয়ে সৎ জীবনের চর্চা শুরু করো।”
এছাড়া তিনি বলেন, “দুর্নীতিবাজরা সবাই শিক্ষিত এবং ভাল ফলাফল অর্জন করা ব্যক্তি, কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি। যে সুযোগ পেয়ে দুর্নীতি করে না, সেই মানুষই সমাজে শ্রেষ্ঠ।”
হাসনাত আব্দুল্লাহ জানান, একজন রিকশাওয়ালা পদ্মাসেতুতে দুর্নীতি করতে পারবে না, কারণ তার কাছে সুযোগ নেই। কিন্তু যে সুযোগ পেয়ে দুর্নীতি করে না, তারাই সমাজের সেরা মানুষ।
প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।