দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকাই অন্যতম : ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পূনরায় আইডিইবি’র জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রাটি উদ্বোধন করেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আইডিইবি’র সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মহাম্মদ হোসেন চুন্নু।

এছাড়া বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, সওজ, পাউবো, গণপূর্ত, পৌরসভা, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ।

আরো উপস্থিত ছিলেন, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী এবং টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন বলেন, দেশের প্রতিটি উন্নয়ন কাজের সাথে ডিপ্লোমা প্রকৌশলীদের সম্পৃক্ততা রয়েছে।

তাই দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকাই অন্যতম।

টাঙ্গাইলের বিভিন্ন কার্যালয়ে নিয়োজিত ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্যে সাংসদ বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দিবেন না।

অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার