বাংলাদেশে এই মুহূর্তে দায়িত্বশীল নেতৃত্ব খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেও নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশেই বিএনপি ও শুভ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে অংশ নেন।
বুধবার (২৩ জুলাই) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘দেশের মানুষ যখন শোকাহত, তখন একটি গোষ্ঠী এ দুর্ঘটনাকে পুঁজি করে বিশৃঙ্খলার চেষ্টা করছে। নির্বাচনের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে হবে। বিমান দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।’
দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, ভিপি নুরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।