দেশ এখন একটি বিশেষ ও চ্যালেঞ্জপূর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার (২ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বৃহত্তর এলেঙ্গা শ্মশানঘাটের মূল বেদীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, “নারী এবং ধর্মীয় সংখ্যালঘু হিসেবে সমাজে এখনো অনেককে দুর্বল অবস্থানে থাকতে হয়। এই দুর্বলতা যেন কেউ সুযোগ হিসেবে গ্রহণ না করে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দলীয় মত যাই হোক, হিন্দু সম্প্রদায়ের ঐক্যে যেন কোনো ভাঙন না আসে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলাদলি নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি প্রণব কমল ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, শিক্ষক গোপাল চন্দ্র সাহা এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকার মানিক ভট্টাচার্য।