রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এই চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে ফরিদ আহমেদ হত্যা মামলায় পলক ও মনুকে এবং আব্দুর রাজ্জাক হত্যা প্রচেষ্টার মামলায় আবুল হাসান ও শহিদুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার পটভূমি: ২০২৪ সালের ৫ আগস্ট, ‘জুলাই আন্দোলন’ চলাকালে হানিফ ফ্লাইওভারে মিছিলে অংশ নিতে গিয়েছিলেন ফরিদ আহমেদ। সেখানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরদিন সকাল ৮টা ৪৫ মিনিটে হাসপাতালে মারা যান। দীর্ঘ সময় পর, ২৩ এপ্রিল তার পরিবার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে।
অন্যদিকে, একই দিন দুপুরে আব্দুর রাজ্জাক নামের আরেক ব্যক্তি যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন এবং দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। ১৫ জানুয়ারি থানায় মামলা করতে গেলে তাকে আদালতে যেতে বলা হয়। এরপর ২৪ মার্চ তিনি আদালতে মামলা দায়ের করেন।
মেটার কমেন্ট: এই দুটি মামলাই রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়ে উঠেছে। বিচার প্রক্রিয়া কীভাবে এগোয়, তা এখন সময়ের ব্যাপার।