রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় শুরু হচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশ। সমাবেশকে ঘিরে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা এবং স্লোগানে মুখর মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে আসছেন। অনেকেই গানে-নাচে উদ্দীপ্ত করে তুলছেন সমাবেশস্থল।
নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বিএনপির অঙ্গসংগঠনের নেতারা জানিয়েছেন, তরুণদের মতপ্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। এই সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার পুনরুদ্ধারের দাবি তুলে ধরছেন।