নাগরপুর প্রতিনিধি : আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে কতিপয় লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তারা আমাকে জড়িয়ে গত ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে মাদকসহ বিভিন্ন অভিযোগ এনে একটি মানববন্ধন করে। যা উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বৃহস্পতিবার সকালে নাগরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার চাষাভাদ্রা গ্রামের মৃত. হিরু শেখের ছেলে রহিজ উদ্দিন ভিক্কা এ মন্তব্য করেন।
তিনি সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।
একটি কুচক্রিমহল সামাজিকভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে হয়রানি করতে লিপ্ত হয়েছে।
তাদের আনীত মাদক ব্যবসা ও প্রতারণার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
ইতোপূর্বে আমার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল।
যা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪, মানিকগঞ্জ এর দৌলতপুর থানার মামলা নং-৪(১)১৩; জি আর নং- ৪/১৩ তথা টি.আর- ১২৩/১৩ নম্বর মামলায় বিগত ৩১/৮/২০১৫ ইং তারিখের রায়ে আমাকে বেকসুর খালাস প্রদান করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রহিজ উদ্দিন ভিক্কার স্ত্রী কল্পনা বেগম ও নুরজাহান বেগম। সম্পাদনা – অলক কুমার